সখীপুরে সাত কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ভোরে উপজেলার কৈয়ামধু ও গড়গোবিন্দপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেন ও গড়গোবিন্দপুর গ্রামের ছেলে বাবলু মিয়া। এ ঘটনায় র্যাব সখীপুর থানায় দুটি মামলা করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।
র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় আনোয়ার হোসেনের কাছ থেকে তিন কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোন এবং বাবলু মিয়ার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়।’
মামলা দুটির তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক মো. ফায়েজ বলেন, ‘রোববার (গতকাল) সকালে ওই দুই আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।’