হোম > ছাপা সংস্করণ

ঘন কুয়াশায় নৌযান চলাচল ব্যাহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

কুয়াশার কারণে গতকাল বুধবার ভোর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকে। কুয়াশার মাত্রা বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে এ সময় নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

পরে সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু করলেও লঞ্চ ও স্পিডবোট আরও কিছু সময় বন্ধ থাকে বলে জানা গেছে। কুয়াশা কেটে গেলেই সব নৌযান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে। এবং ৮ থেকে ফেরি চালু হয়। নৌরুটে পদ্মানদীর অববাহিকায় কুয়াশা বেড়ে গেলে সকাল থেকে এ সকল নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এদিকে ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড় বাড়ছে বলে ঘাট সূত্র জানিয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। সকালে যেসব যানবাহন চলেছে তাদেরও হেডলাইট জ্বালিয়ে কম গতিতে চলতে দেখা গেছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কুয়াশার কারণে আমরা নৌযান বন্ধ রেখেছি। কুয়াশা কেটে গেলে যে কোনো সময় চলাচল শুরু হবে।’

পরে বেলা সাড়ে দশটা থেকে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয় এবং ঘাট এলাকায় যাত্রীদের চাঞ্চল্য ফিরে আসে।

ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘সাড়ে দশটার দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ