হোম > ছাপা সংস্করণ

এক ঘণ্টার শিক্ষা কর্মকর্তা মনি রাণী

শাহীন রহমান, পাবনা

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ এক ঘণ্টার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতীকী দায়িত্ব পালন করেছে কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের সাধারণ সদস্য মনি রাণী কর। গতকাল রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে মনি রাণী এ দায়িত্ব পালন করে।

অনুষ্ঠানের শুরুতেই কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন ফুলের তোড়া দিয়ে প্রতীকী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনি রাণী করকে বরণ করে নেন। এরপর উপজেলা এনসিটিএফ-এর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মনি রাণীকে কীভাবে ওই পদের বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় সে বিষয়ে পরামর্শ দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন বলেন, আগামীর পৃথিবীকে এই শিশুরাই নেতৃত্ব দেবে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে মেয়েরা আত্মবিশ্বাসী এবং উৎসাহিত হবে।

প্রতিবছর সারা বিশ্বে ‘গার্লস টেকওভার’ নামে পরিচিত নারীর ক্ষমতায়নে প্রতীকী এই কার্যক্রমটি পালন করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ