পটুয়াখালীর মির্জাগঞ্জে মুজিব শতবর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে সুবিদখালি সরকারি রহমান-ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা হয়। খেলায় ১২টি দল অংশগ্রহণ করে।
খেলায় সালাম জোমাদ্দার স্মৃতি সংঘ ও সাগর এন্টারপ্রাইজের মধ্যে খেলা ড্র হয়। পরে টাইব্রেকারে সাগর এন্টারপ্রাইজ বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধা ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধা প্রমুখ।