হোম > ছাপা সংস্করণ

বিভাগে আজ করোনার চতুর্থ ডোজ শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিভাগে করোনার টিকার চতুর্থ ডোজ প্রয়োগ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গতকাল সোমবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা হয়।

সভায় বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহী বিভাগে আজ মঙ্গলবার থেকে করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হবে। বয়স্কদের মধ্যে যাঁদের বুস্টার ডোজের মেয়াদ চার মাস অতিবাহিত হয়েছে, প্রাথমিকভাবে তাঁরাই এ টিকা পাবেন। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সমন্বয় সভায় ইঞ্জিনিয়ারিং দপ্তরগুলো নির্মাণসামগ্রীর সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে অবকাঠামো নির্মাণকাজ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি উত্থাপন করে এ বিষয়ক আইনগুলো যুগোপযোগী করার প্রস্তাব রাখে।

কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীতে আমন ধানের ফলন প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে। গণপূর্ত দপ্তর থেকে জানানো হয়, ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন। এর মধ্যে রাজশাহী সিটি মসজিদসহ রাজশাহী বিভাগের ১১টি মসজিদ রয়েছে। সমন্বয় সভায় অন্যান্য দপ্তরের প্রধানেরা নিজ নিজ দপ্তরের উন্নয়নচিত্র তুলে ধরেন।

এতে সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার জাফরউল্লাহ বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে, যাতে উন্নয়নকাজগুলো টেকসই হয়। ‘এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না’—প্রধানমন্ত্রীর এই নির্দেশ প্রতিপালনে কৃষি বিভাগকে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন বিভাগীয় কমিশনার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ