ভিক্টর লুস্টিগ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক কনম্যান বা প্রতারকের খেতাব পেয়েছিলেন। প্রতারণাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি! দুবার আইফেল টাওয়ার বিক্রির জন্য নিলামে তুলেছিলেন। এক ধনাঢ্য ব্যক্তির কাছে মাত্র ১৬ হাজার ডলারের বিনিময়ে আইফেল টাওয়ার বিক্রি করে দেওয়ার রেকর্ডও আছে তাঁর! লুস্টিগের বিরুদ্ধে শুধু এ অভিযোগই নয়, টাকা জালিয়াতি করে আমেরিকার অর্থনীতির ভিত কাঁপিয়ে দিয়েছিলেন তিনি।
তেমনই এক প্রতারকের দেখা মিলবে দেশের ওয়েব সিরিজে। শামীম পাটোয়ারী, নাকি সরদার রোকন, নাকি উনিই সেই বিখ্যাত কালপ্রিট তরফদার! তার আসল নাম জানতে হলে দেখতে হবে ওয়েব সিরিজ ‘মাকাল’। আলফা আইয়ের ব্যানারে এই নামে একটি ওয়েব সিরিজ বানিয়েছেন অনিমেষ আইচ। মাস দুয়েক আগে রাজবাড়ীর গোয়ালন্দসহ কয়েকটি লোকেশনে সিরিজটির শুটিং হয়েছে। শুটিং ও সম্পাদনা শেষে ‘মাকাল’ এখন মুক্তির অপেক্ষায়।
ইন্তেখাব দিনার বলেন, ‘মানুষকে বোকা বানানোই এই কনম্যানের কাজ। তার বোকা বানানোর জালে আটকে পড়বে অনেকেই। গল্পের পরতে পরতে রয়েছে প্রতারণার গল্প। এমন চরিত্রে আগে অভিনয় করিনি।’ ইন্তেখাব দিনার ছাড়াও এই সিরিজে আরও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জীতু আহসান, হাসান মাসুদ, রওনক হাসান, জয় রাজসহ অনেকেই।