হোম > ছাপা সংস্করণ

গফরগাঁওয়ে বিদ্যালয়ে ‘খুদে ডাক্তার’ দলের চোখে সেবার স্বপ্ন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ের আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজ, আবির, সোয়াদ, আফসানা, মিথিলা, হাবিবাসহ ১৫ জন শিক্ষার্থী নিয়ে গঠিত হয়েছে ‘খুদে ডাক্তার’ দল। চিকিৎসকের অ্যাপ্রোন পরে সব শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন তৈরি করছে তারা। এই সদস্যরা বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের নাম তালিকাভুক্ত করে ওজন, উচ্চতা পরিমাপ করছে, কেউ আবার দৃষ্টিশক্তি নিরূপণ করছে।

গত বৃহস্পতিবার উপজেলার আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দীঘা এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ১৫ সদস্যের খুদে ডাক্তার দলের কার্যক্রম।
প্রতিবছর দুবার শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে শিক্ষকের কাছে তারা প্রতিবেদন জমা দেয়।  

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ২০১১ সাল থেকে খুদে ডাক্তার কর্মসূচি শুরু করছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস থেকে পাঁচজন শিক্ষার্থীকে বাছাই করে এই খুদে ডাক্তার দল গঠন করা হয়। 
শিক্ষকেরা বলছেন, সরকারের এই উদ্যোগের কারণে খুদে শিক্ষার্থীদের অনেকেই ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে।

আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির খুদে ডাক্তার মোয়াজ হক বলে, ‘ডাক্তারের পোশাক পরে এসব করার সময় মনে হয়, আমিও একজন ডাক্তার। বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব।’

পঞ্চম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার বলে, ‘আমরা এ কাজের মাধ্যমে নিজেরা উপকৃত হচ্ছি, আর পরিবারের সদস্যদেরও সচেতন করছি।’

গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক বলেন, ‘উপজেলায় ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এসব বিদ্যালয়ের ১ হাজার ৬৬৬ জন খুদে ডাক্তার রয়েছে। ওই খুদে ডাক্তাররা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। এই কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। তারা আরও বেশি পড়াশোনায় মনোযোগী হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ