মানুষ মাত্রই গুনাহে জড়ায়। এটিই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। তবে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা এবং গুনাহে জড়িয়ে পড়লে তা থেকে খাঁটি মনে তওবা করাই মুমিনের বৈশিষ্ট্য। আর গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আল্লাহর ভয়। বান্দা যা-ই করে, যা-ই ভাবে, সবই আল্লাহ জানেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো পথ নেই। তাই আল্লাহর ভয় অন্তরে জাগরূক থাকলে গুনাহ ও পাপাচার থেকে মুক্ত থাকা সহজ হয়ে যায়।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো—যথাযথ ভয়। আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেয়ো না।’ (সুরা আলে ইমরান: ১০২) এ আয়াত থেকে বোঝা যায়, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তাঁর অবাধ্যতা থেকে বেচে থাকে, সে-ই প্রকৃত মুসলমান।
আল্লাহর ভয়ে যার অন্তর বিগলিত হয়, চোখ অশ্রুসিক্ত হয়, তাঁর চেয়ে ভাগ্যবান আর কেই-বা হতে পারে। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহর কাছে দুটি ফোঁটা ও দুটি চিহ্নের চেয়ে অধিক প্রিয় আর কিছু নেই। এক. আল্লাহর ভয়ে চোখের জল; দুই. আল্লাহর পথে প্রবাহিত রক্ত। …’ (তিরমিজি)
যে যত বেশি আল্লাহকে ভয় পায়, সে তাঁর কাছে তত বেশি প্রিয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে-ই অধিক মর্যাদাবান, যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান।…’ (সুরা হুজরাত: ১৩) হাদিসে এসেছে, মহানবী (সা.) এরশাদ করেন, ‘যখন যেভাবেই থাকো না কেন, আল্লাহকে ভয় করবে। আর মন্দ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেক কাজ করবে। কারণ নেক কাজ মন্দ কাজকে মুছে ফেলে। আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে।’ (তিরমিজি)
লেখক: ইসলামবিষয়ক গবেষক