কুমিল্লার সদর উপজেলায় ৭৮ বোতল ফেনসিডিলসহ মীর হোসেন (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার সকালে উপজেলার টিক্কারচর সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মীর হোসেন সদর উপজেলার দক্ষিণ বাগবের গ্রামের বাসিন্দা।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গতকাল সকালে জেলার সদর উপজেলার টিক্কারচর সেতু এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোটরসাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ৭৮ বোতল ফেনসিডিলসহ মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।