যাচাই-বাছাইয়ের পর চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গৌরীপুরে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন চারজন। আপিল শুনানির পর গত মঙ্গলবার ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এই আদেশ দেন।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ মোট সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে চারজন প্রার্থিতা ফিরে পেলেন। গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সজল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাওহা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ কালন, অচিন্তপুর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল ফকির, বোকাইনগরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুল ইসলাম খান শহীদ ও ভাংনামারী ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নেজামুল হক প্রার্থিতা ফিরে পেয়েছেন।