সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার আধার মানিক দরগাহ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ সদরের নগুয়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনিয়া আক্তার মনি (৪০) ও দিনাজপুরের পার্বতীপুর হামিদপুর ইউনিয়নের খলিলপুর গাছুয়া পাড়ার মোছাম্মৎ মুক্তারিনা (৪১)।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।