ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য ও বস্ত্র সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান এ সহায়তা দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘আগুনে দোকান পুড়ে অনেক ক্ষতি হয়েছে। তবে অগ্ণিকাণ্ডে কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কম্বল, ২০ কেজি চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল ও সাবান দেওয়া হয়েছে। আর ক্ষতিগ্রস্ত সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার হাসান নগর ইউনিয়নের মির্জাকালু খাসমহল বাজারে অগ্নিকাণ্ড ঘটে। এতে কোটি টাকার মালামাল পুড়ে যায় বলে ধারণা করে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, একটি লেপ তোশকের দোকানের শর্টসার্কিট থেকেই আগুন লাগে। এতে ২০টি দোকান পুড়ে যায়।