হোম > ছাপা সংস্করণ

ইউপি চেয়ারম্যানের নামে মামলা

পটুয়াখালী প্রতিনিধি

দশমিনার আউলিয়াপুর লঞ্চঘাটে ঢাকাগামী জাহিদ–৩ লঞ্চের কর্মচারীদের মারধর, চাঁদা দাবি, লঞ্চ ভাঙচুর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দশমিনা সদর ইউপির চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। লিটন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত শুক্রবার ওই ঘটনায় লঞ্চের কোষাধ্যক্ষ মো. ইউসুফ বাদী হয়ে লিটনকে প্রধান আসামি করে তাঁর ১৬ জন সমর্থকের নামোল্লেখ করে এবং ৬ জন অজ্ঞাত উল্লেখ করে দশমিনা থানায় মামলা করেছেন। এ ঘটনায় হৃদয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় উল্লেখ করা হয়, লিটন গত ১৭ নভেম্বর ওই লঞ্চের মালিক জাহিদ মেলকারকে চায়ের আমন্ত্রণ জানিয়ে পন্টুনে নামান। পরে তাঁর কাছে তিনটি লঞ্চঘাটে সুপারভাইজার নিয়োগের দাবি করেন। তখন জাহিদ মেলকার জানান, এসব ঘাটে সুপারভাইজার নিয়োগ দেওয়া আছে। এতে লিটন ক্ষুব্ধ হয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। মালিক তা দিতে অস্বীকার করলে লঞ্চ দীর্ঘ সময় ঘাটে আটকে রাখেন তাঁরা।

গত শুক্রবার বিকেলে লঞ্চটি আউলিয়াপুর লঞ্চঘাট থেকে যাত্রী তুলতে গেলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে লঞ্চে উঠে ১০ জন কর্মচারীকে পিটিয়ে জখম করে। এ সময় লঞ্চের সিন্দুক থেকে প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নেন তাঁরা।

দশমিনা থানার ওসি মেহেদি হাসান বলেন, ‘লঞ্চে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে ইকবাল মাহামুদ লিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ