বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং আরও এক শীর্ষ নেতার কটূক্তির প্রতিবাদে মাটিরাঙ্গায় মানববন্ধন হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরের দিকে মাওলানা আক্তারুজ্জামান ফারুকির সভাপতিত্বে মাটিরাঙ্গা বাজারে মিছিল করেন।
জুমার নামাজের পরপরই মাটিরাঙ্গা বাজারের প্রধান সড়কের দুই পাশে দাঁড়িয়ে দুই কিলোমিটার পর্যন্ত সর্বস্তরের মুসলমান ও সচেতন আলেম সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মাটিরাঙ্গার আলেম-উলামাসহ হাজার হাজার জনতা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা কারি হারুনুর রশীদ, মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, মাওলানা আবুল খায়ের, মাওলানা ইমরান খান প্রমুখ।
এ সময় কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিটি মুসলমানের নিজের জীবনের চাইতেও প্রিয় নবী (সা.)-এর প্রতি মহব্বত রয়েছে। তাই বিশ্বের যেকোনো প্রান্তে নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে অপমানজনক বক্তব্য কোনো মুসলিম সহ্য করতে পারে না।
বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, উগ্র ও সন্ত্রাসী মনোভাবাপন্ন ভারতের সঙ্গে সকল অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক বন্ধ করুন। এতে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে পরিচয় ও স্বীকৃতি বজায় রাখবে বাংলাদেশ।