কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা শরিফুল ইসলাম (৬২) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশের খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
শরিফুল ইসলাম কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বাসিন্দা। তিনি জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা শাখার সহসভাপতি ও হারাগাছ পৌর শাখার সভাপতির পদে ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শরিফুল। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে রেললাইনের পাশে জমিতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদার রহমান জানান, সোমবার সন্ধ্যার দিকে শরিফুলকে রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে লালমনিরহাট রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে থানার এসআই প্রণয় কৃষ্ণ মণ্ডল জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।