হোম > ছাপা সংস্করণ

সিসি ক্যামেরার আওতায় বড়মোকাম বাজার

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বড়মোকাম বাজারে ৮টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে বড়মোকাম বাজারকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। বাজারে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধের জন্য এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সিসি ক্যামেরার কারণে বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও সুরক্ষিত হবে বলে জানিয়েছেন এলাকাবাসী ও লৌহজং থানা-পুলিশ।

গতকাল শুক্রবার বাজারে সিসি ক্যামেরা উদ্বোধন শেষে বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, ‘আলোকিত বড়মোকাম বাজার গড়ার লক্ষ্যে নিরাপত্তার আওতায় আনার জন্য বাজার কমিটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রাথমিকভাবে ৮টি সিসি ক্যামেরা বসিয়েছে। রাত-দিন ২৪ ঘণ্টা সিসি ক্যামেরাগুলো চালু থাকবে।’ বাজারের দোকানিরা বলেন, অপরাধ দমন ও অপরাধীদের শনাক্ত করতে এই সিসি ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লৌহজং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, কমিটির এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর আগে লৌহজং থানা-পুলিশের পক্ষ থেকে উপজেলার সকল বাজার কমিটিকে তাঁদের নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনে বাজারে অপরাধমূলক কাজ কমে আসবে বলে আশা রাখি। এ ছাড়া কোনো অপরাধমূলক কাজ সংঘটিত হলেও অপরাধীদের শনাক্ত করতে সুবিধা হবে। এতে জনগণের পাশাপাশি পুলিশ প্রশাসনও উপকৃত হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ