নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা আজ অধিকারহারা, স্বাধীনতাহারা। কথা বলা ও চলাচল করার স্বাধীনতা থেকে বঞ্চিত। মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। কিন্তু দেশে আজ সেই গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই। মুক্তিযুদ্ধের সমস্ত অর্জনকে ধ্বংস করেছে এই সরকার।’
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।
জাসাসের আহ্বায়ক হেলাল খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।