হোম > ছাপা সংস্করণ

আরও ৫ জনের রিমান্ড মঞ্জুর

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা হত্যা মামলার দুই আসামিসহ পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন, শহরের আকুর টাকুর পাড়ার রবিন মিয়া ও কোদালিয়া এলাকার পাভেল এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাবালিয়া এলাকার মাজাহার হোসেন তমাল ও আকুর টাকুর পাড়ার রোবায়েদ আল শিবলী, নাগরপুরের ধলাই গ্রামের আব্দুল খালেক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. আহসানুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আহসানুজ্জামান আরও জানান, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এর আগে ফিরোজ হোসেন নয়ন ও শাকিল খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ফিরোজ ও শাকিলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত ৮ ডিসেম্বর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।

২১ নভেম্বর রাতে রেজাউলের ওপর হামলার ঘটনা ঘটে। এর পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ