হোম > ছাপা সংস্করণ

ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ার কুয়াকাটায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়াকাটার আকাশে অর্ধশতাধিক ফানুস উড়িয়ে শেষ হয় এ উৎসব।

উপজেলার ২৮টি বৌদ্ধপাড়ার মধ্যে নয়াপাড়া, তুলাতলীপাড়া, কুয়াকাটা কেরানীপাড়া, মিশ্রিপাড়া, মহিপুরের গোড়া আমখোলা পাড়া, কালাচানপাড়াসহ ১০টি বৌদ্ধপাড়া দিনটি উপলক্ষে একযোগে নানা ধরনের কর্মসূচি পালন করেছে।

সন্ধ্যায় মন্দিরসহ সকল পাড়ায় অনুষ্ঠিত সর্বজনীন ফানুস উৎসবে মেতে ওঠে সকল ধর্মের মানুষ। এর আগে সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধপূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনভর মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা। এ সময় বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী-পুরুষেরা। এ উৎসবকে ঘিরে উপজেলার রাখাইন পাড়াগুলোয় আনন্দ উল্লাসে মেতে ওঠেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ দিন বৌদ্ধ বিহারগুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধ ভিক্ষুসহ হাজারো রাখাইন নর–নারীর।

জানা গেছে, প্রায় আড়াই হাজার বছর আগে বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ আষাঢ়ী পূর্ণিমা থেকে অশ্বিনী তিথি পর্যন্ত ৩ মাস বর্ষাবাস পালন শেষ করেন। এ উপলক্ষে প্রতি বছর পালিত হয় প্রবারণা উৎসব। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে পরের এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।

মিশ্রিপাড়া মন্দিরের গৌতম ভিক্ষু বলেন, ‘বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষা ব্রতে থাকেন। বর্ষাব্রত শেষ হওয়ার পর প্রবারণা পূর্ণিমা আসে। প্রবারণা মানে হলো আহ্বান করা। মানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে সত্যের পথে চলার পথ দেখিয়ে দিন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ