মধুপুরের প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে অনগ্রসর ক্ষুদ্র-জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৪০০ ভেড়া বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার জলছত্র ও পীরগাছা গ্রামে ১৪৮ পরিবারের মধ্যে এ ভেড়া বিতরণ করা হয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া জলছত্র ও আশপাশ এলাকার ৬৫ জন এবং পীরগাছা গ্রামের ৮৩ জনের হাতে ভেড়া ও গৃহনির্মাণ উপকরণ তুলে দেন।
এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. হারুণ অর রশিদ জানান, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের জীবন মানোন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। মধুপুরের পাহাড়ীয়া অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠী গারো ও কোচ সম্প্রদায়ের মানুষগুলোর জন্যও নানামুখী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর অংশ হিসেবে দ্বিতীয় ধাপে ৪০০ ভেড়া বিতরণ করা হয়েছে।
এ সময় প্রাণি সম্পদ দপ্তর টাঙ্গাইলের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. শহীদুল আলম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।