হোম > ছাপা সংস্করণ

ভোটে হেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে গিয়ে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরাজিত এক সদস্য প্রার্থীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শরীয়তপুরের নড়িয়ার নওপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক মালত (৫৫) আজিজুল হক মুন্সীকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নওপাড়া ইউপি ৭ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীকে সাধারণ সদস্য প্রার্থী ছিলেন। অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন মালেক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালেক মালত আজ সকালে নওপাড়া বাজারে যান। সেখানে তাঁর চাচাতো ভাই দেলোয়ার হোসেন মালত হঠাৎ মালেকের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে দেলোয়ার গুরুতরভাবে আহত হন। পরে তাঁকে পাশের জেলা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেলোয়ার হোসেন একই ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। টিউবওয়েল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নওপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মোট চারজন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর দুই প্রার্থী হলেন দেলোয়ার হোসেন মালত (টিউবওয়েল), তাফাজ্জেল তপদার (আপেল) ও দেলু ব্যাপারী (ফুটবল। এর মধ্যে তাফাজ্জেল তপদার বিজয়ী হয়েছেন।

নড়িয়া থানার ওসি অবনি সংকর কর বলেন, ‘মালেক মালত ও দেলোয়ার হোসেন মালত আপন চাচাতো ভাই। দুজনই পরাজিত হয়েছেন। বুধবার রাতে এক বংশের দুই প্রার্থী হওয়া নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে আজ মালেক বাজারে গেলে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন দেলোয়ার। এতে তিনি মারা যান।’

ওসি অবনি সংকর কর আরও বলেন, ‘আব্দুল মালেকের মরদেহের ময়নাতদন্ত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে করতে বলা হয়েছে। এ বিষয়ে মামলা হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ