মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘মোবাইল গ্রাহকদের বড় সমস্যা হচ্ছে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া। বাংলাদেশে প্রতারণার হার তুলনামূলক কম হলেও এ ব্যাপারে আমাদের আরও সতর্ক হতে হবে।’
গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের’ গুরুত্ব নিয়ে এক গোলটেবিল বৈঠকে এ এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘সবকিছুতে কড়াকড়ি করা উচিত নয়। বাংলাদেশ ব্যাংকসহ সবাইকে সচেতন হয়ে কাজটি করতে হবে।’ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল এস কাদির প্রমুখ।