কয়রায় বন্যপ্রাণী পাচারের সময় পাচার চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি গুইসাপ উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, কয়রা থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল হোসেনের নির্দেশনায় এস আই কিশোর কুমার দত্তের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার সময় সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মদিনাবাদ গ্রামে তাদের আটক করা হয়।
তারা হলেন, গোবরা গ্রামের সাদ্দাম হোসেন সরদার (২৩), ৪ নম্বর কয়রা (ঘোলপাড়া) অহিদুজ্জামান সাগর (২২) এবং সাতক্ষীরা জেলার আগড়দাড়ি উপজেলার বিকাশ দাস (৩০)। পুলিশ বাদী হয়ে বন্যপ্রাণী নিধন আইনে গতকাল কয়রা থানায় একটি মামলা দায়ের করে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হোসেনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন্য প্রাণী পাচারকালে পাচার চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে বন্য প্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়।