নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দাবি করেছেন, দেশে নৌ-দুর্ঘটনার পরিমাণ কমে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে যেসব বড় দুর্ঘটনা ঘটেছে তা সরকারকে ভাবিয়ে তুলেছে বলেও জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘নৌ-দুর্ঘটনা কমে এসেছে। কিন্তু সাম্প্রতিককালে বড় ধরনের দুর্ঘটনা আমাদের ভাবিয়ে তুলছে। দীর্ঘদিন ধরে চলা অচলায়তন রাতারাতি শেষ হবে না।’ দুর্ঘটনা এড়ানোর জন্য নৌযানের নকশায় পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আরও বলেন, সার্ভেয়ারদের আরও তৎপর হতে হবে। সার্ভেয়ারের সংখ্যা বৃদ্ধির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হয়েছে।
দেশের নৌ খাত প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌ খাতে প্রচুর বিনিয়োগ করেছেন। এর প্রয়োগ সঠিক রাখা এবং যাত্রীবান্ধব করা আমাদের সবার দায়িত্ব।’
ডিসিদের উদ্দেশে খালিদ মাহমুদ বলেন, নদীমাতৃক বাংলাদেশে নদীগুলো শিরার মতো প্রবাহিত। নদীগুলোর নাব্যতা রক্ষা, দখল ও দূষণরোধে জেলা প্রশাসকদের যথেষ্ট ভূমিকা থাকে। জেলা প্রশাসক সংশ্লিষ্ট জেলার নদীরক্ষা কমিটির সভাপতি। নদী রক্ষায় তাঁদের আরও জোরদার ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন স্থানে নদী থেকে নিয়ন্ত্রণহীনভাবে বালু উত্তোলন করা হয়, যা খুবই বিপজ্জনক। বালু উত্তোলন প্রক্রিয়া সঠিকভাবে মনিটরিং করতে হবে। পাশাপাশি স্থলবন্দরগুলোয় কোনো ধরনের অনৈতিক, অবৈধ কর্মকাণ্ড যাতে না হয়, সেদিকে জেলা প্রশাসকদের খেয়াল রাখতে হবে।’