ব্রাহ্মণপাড়া থানায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘সংরক্ষিত চেয়ার’ উদ্বোধন করা হয়েছে । গতকাল বুধবার দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, ফরিদ আহাম্মেদ, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম ও ব্রাহ্মণপাড়া সদর ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি। বীর মুক্তিযোদ্ধাদের তাজা রক্ত দিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। তাঁদের জন্য আমাদের কিছু করা দরকার। তাই আমার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত চেয়ার’ রাখা হয়েছে।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মাস্টার বলেন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত চেয়ার রেখেছেন। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওসি এমন উদ্যোগে আমরা বিজয়ের মাসে সম্মানিত হয়েছি। আমরা চাই সকল দপ্তরে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে বিশেষ কিছু থাকুক। যা দেখে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে আগ্রহী হবে।’