হোম > ছাপা সংস্করণ

ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উৎসবে যোগ দিতে বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী। সেই সঙ্গে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পূর্তি হবে পাঁচ দশক। পররাষ্ট্র মন্ত্রণালয়

এরপর পৃষ্ঠা ২ কলাম ৪

সূত্র জানিয়েছে, এ উপলক্ষে তিন দিনের সফরে বাংলাদেশে আসবেন ভারতের রাষ্ট্রপতি। ১৫ ডিসেম্বর তাঁর ঢাকায় আসার কথা রয়েছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। এর পরের দিন দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের এটিই প্রথম বাংলাদেশ সফর।

এ নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভারতের রাষ্ট্রপতি এবং ভুটানের সাবেক রাজাকে ১৬ ডিসেম্বরের জন্য দাওয়াত দিয়েছি। ইতিমধ্যে ভারত দেশটির রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিশ্চিত করেছে। তবে ভুটান এখনো দেশটির সাবেক রাজার সফরের বিষয়টি নিশ্চিত করেনি।’

সংবাদ সম্মেলনে সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করে এ কে আবদুল মোমেন বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি, সীমান্ত হত্যা বন্ধ নিয়ে ভারত-বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে অঙ্গীকার রয়েছে। কিন্তু তারপরও সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। আমাদের জন্য দুঃখজনক, ভারতের জন্য এটা লজ্জার।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ