দিনাজপুরে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।
গতকাল বুধবার বেলা ১১টায় বিএনপির একটি প্রতিনিধি দল দিনাজপুর জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম।
উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড মোফাজ্জল হোসেন দুলাল, সাবেক এমপি আলহাজ আখতারুজ্জামান মিয়া, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান উজ্জল, মো. মোকাররম হোসেন, মো. আখতারুজ্জামান জুয়েল, মোস্তফা কামাল মিলন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়া, পৌর বিএনপির সাবেক বিএনপির সভাপতি আলহাজ সোলায়মান মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকারসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।