গাজীপুর মহানগরীর টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সৌরভ সরকার (২১) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গত রোববার রাত ৮টার দিকে পূবাইল আদর্শ কলেজ ও পূবাইল রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিউরী গ্রামের সোহেল সরকারের ছেলে। তিনি কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম বলেন, সৌরভ সরকার রোববার রাত ৮ টারদিকে তুমলিয়া থেকে মোটরসাইকেল যোগে গাজীপুর মহানগরীর মীরের বাজার এলাকায় তাঁর নানা বাড়িতে যাচ্ছিলেন। তিনি পূবাইল কলেজ ও রেল ক্রসিং গেট এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। সোমবার তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।