মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ট্রাকের ধাক্কায় শাকিব ওরফে রিংকু (৩৮) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই যাত্রী আহত হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিংকু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাঠালিয়া সুন্দরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গুরুতর আহত যাত্রী আব্দুস সালাম একই জেলার বরুয়াপাড়া গ্রামের ছাত্তার মল্লিকের ছেলে। তিনি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত যাত্রীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১টার দিকে একটি ট্রাক পাটুরিয়া ৩ নম্বর ঘাটে হাসনা-হেনা ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। ওই ট্রাকের ধাক্কায় সেবা গ্রীণ পরিবহনের সামনে থাকা অপর বাস জে-লাইন পরিবহনের মাঝে চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।’