বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সংগঠনের কার্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার গরিব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম।
সংগঠনটির সাধারণ সম্পাদক অনন্য ঈদ-ই-আমিন বলেন, শীতবস্ত্র বিতরণ একই সঙ্গে আনন্দের ও দুঃখের। কারণ শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়নি বলেই অন্নের, বস্ত্রের, শিক্ষার অধিকার থেকে আজও বঞ্চিত মানুষ।