করোনাকালীন সময়ে অনলাইনে সর্বোচ্চ সংখ্যক ক্লাস নিয়ে রাজশাহী বিভাগে সেরা শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বি. পি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তা রাণী। গত শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে মুক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন, শাজাহানপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান প্রমুখ।
সহকারী শিক্ষিকা মুক্তা রাণী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের কাছে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা পৌঁছে দেওয়াটা ছিল বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় অবদান রাখতে পেরে গর্ববোধ করছি। ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।