জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। গতকাল রোববার বেলা ১টার দিকে রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে তিনি এই পরিদর্শনে যান। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।
চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ‘রোগীদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আমি এই স্বাস্থ্য কমপ্লেক্সটি হঠাৎ করে পরিদর্শনে আসলাম। স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকদের নিয়মিত হাসপাতালে উপস্থিত থেকেই রোগীদের সেবা দিতে হবে। এখন থেকে দিন বা রাতের যে কোনো সময় নিয়মিত কমপ্লেক্স পরিদর্শন করা হবে।’