চাঁদপুরের শাহরাস্তিতে ৪০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার দোয়াভাঙ্গা বাস স্টেশন এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের।
এরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ বাজারের মৃত কামাল মিয়ার ছেলে মো. ফরহাদ হোসেন (২২) ও একই এলাকার দক্ষিণ পাড়া চৌধুরী বাড়ির সুমন মিয়ার ছেলে মো. আরিফ (১৯)।
পুলিশের অভিযান সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা বাস স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বাসের দুই যাত্রীকে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকন উদ্দিন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, গ্রেপ্তার ২ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।