হোম > ছাপা সংস্করণ

শিশু অপহরণের অভিযোগে ঘাটাইলে এক নারী গ্রেপ্তার

ঘাটাইল প্রতিনিধি

টাঙ্গাইল পৌর এলাকা থেকে অপহৃত কাইয়ুম নামের দেড় বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় অপহরণের অভিযোগে সাথী (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার রাত সাড়ে ৭টার সময় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রাম থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাথীর বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিনদাসী গ্রামে। অপহৃত ওই শিশুর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ব্যাপারীপাড়া এলাকায়।

গ্রেপ্তার ওই নারীকে আদালতে পাঠায় টাঙ্গাইল সদর থানা-পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয়রা জানান, গত রোববার সকাল থেকে সাথী কুশারিয়া গ্রামের বিভিন্ন স্থানে ওই শিশুকে নিয়ে ঘোরাফেরা করছিলেন। তিনি নিজেকে ওই শিশুর মা পরিচয় দেন। গ্রামবাসীর কাছে তিনি ওই শিশুকে দত্তক দিতে চান বলে জানান। কুশারিয়া গ্রামের মুনছুর আলী তাঁর নিঃসন্তান মেয়ের জন্য ওই শিশুকে দত্তক নিতে রাজিও হন।

মুনছুর আলী বলেন, ‘বাচ্চাটি ওই নারীর কোলে থাকতে চাচ্ছিল না। ভীষণ কান্নাকাটি করছিল। সন্দেহ হলে বাচ্চাসহ ওই নারীকে চেয়ারম্যানের কাছে নিয়ে যান। পরে চেয়ারম্যানের জেরার মুখে সাথী ওই শিশুকে অপহরণের কথা স্বীকার করেন। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাব ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় র‍্যাব সাথীকে আটক করে।’

টাঙ্গাইল র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গত শনিবার সকালে শিশুটি নিখোঁজ হয়। টাঙ্গাইল সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন শিশুর বাবা মো. সেলিম মিয়া। সাধারণ ডায়েরি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাথীর অবস্থান শনাক্ত করার চেষ্টা করে র‍্যাব। বারবার সাথী অবস্থান পরিবর্তন করেন। শিশুকে উদ্ধার করতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাই। পরে আমরা শিশুকে উদ্ধার করতে সক্ষম হই। আটক সাথীকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়। ওই শিশুকে তার মা-বাবা হাতে তুলে দিয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ