ভাষার মাসের প্রথম দিনে শুরু হচ্ছে মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২৩’। আজ বুধবার বেলা ৩টায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হতে যাওয়া এ বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর বইমেলা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মাসব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলা ছুটির দিন বাদে প্রতিদিন বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক গতকাল মঙ্গলবার মেলা চত্বর পরিদর্শন করে বলেন, মেলায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে। মেলা প্রাঙ্গণের প্রতি ইঞ্চি জায়গা সিসিটিভির আওতায় থাকবে।