দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেছেন, ‘পৃথিবীর ১৮০ দেশের মধ্যে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৪৭। আমাদের চেয়েও বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আছে। আমরা এর থেকে উত্তরণের চেষ্টা করছি।’
গতকাল বৃহস্পতিবার সকালে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে দুদক আয়োজিত একটি গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদক কমিশনার বলেন, ‘রোগ মারাত্মক আকার ধারণ করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিরোধ করলে অনেক খরচ কম ও ঝুঁকি হয় কম। দুর্নীতির ক্ষেত্রেও একই কথা, কেউ দুর্নীতিতে আক্রান্ত হলে, তার বিরুদ্ধে মামলা করলে সরকারের লাখ লাখ টাকা খরচ হয়। দুর্নীতিতে আক্রান্ত হওয়ার আগে, মানুষকে দুর্নীতি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে উদ্বুদ্ধ করে সমাজে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে মানুষ দুর্নীতিকে ভুলে যায়।’
তিনি আরও বলেন, ‘সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলেই ২০৪১-এর আগে বাংলাদেশ সমৃদ্ধ দেশে তালিকায় স্থান করে নেবে এবং বিশ্বের বুকে নেতৃত্ব দেবে। আজকের গণশুনানিও দুর্নীতি প্রতিরোধমূলক কৌশলের একটি।’
গণশুনানিতে দুদকের মহাপরিচালক এ কে এম সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক দেবব্রত মণ্ডল, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শহিদুল ইসলাম।
পরে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে শুনানির মাধ্যমে সমস্যার সমাধান, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার জন্য ভর্ৎসনা ও সতর্ক করা হয়।