হোম > ছাপা সংস্করণ

বিদ্যালয়ে বাঁশ, কাঠ আর কাগজের শহীদ মিনার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নেই। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন বাঁশ, কাঠ আর কাগজ দিয়ে শিক্ষার্থীরা তৈরি করে ভালোবাসার মিনার। তাতে রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

গতকাল সোমবার সকালে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি। নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৌদাম সেসিপ মডেল উচ্চবিদ্যালয়ে তৈরি করা হয় এ শহীদ মিনার।

কেবল ওই বিদ্যালয় নয়, উপজেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্রই এমন। শহীদ মিনার না থাকলেও শিক্ষার্থীদের মধ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আগ্রহের কোনো কমতি ছিল না। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের গড়া শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়।

মৌদাম এসইএসআইপি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয়ে এখনো স্থায়ী কোনো শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি। শহীদ মিনারটি তৈরি করতে দুই-তিন দিন ধরে শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস, আনন্দ আর শহীদদের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ দেখেছি তা অকৃত্রিম। তবে এখানে স্থায়ী শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ