কুমিল্লা প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। গতকাল বুধবার এই কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুস ছালাম।
বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মো. আবদুল খালেক, অধ্যাপক নূর মোহাম্মদ, কলেজ পরিদর্শক মো. জহিরুল ইসলাম পাটোয়ারি, বিদ্যালয় মো. আজহারুল ইসলাম প্রমুখ।