চট্টগ্রামের কর্ণফুলীর তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
যাঁদের বহিষ্কার করা হয়েছে তাঁরা হলেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিকলবাহার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরলক্ষ্যার চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলধার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রফিক আহমদ ও উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়কসম্পাদক মুহাম্মদ মুছা।
এ বিষয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘তাঁরা আওয়ামী লীগের প্রার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করছিলেন। তাই তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
মফিজুর রহমান আরও বলেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব নেতা কাজ করছেন বা প্রচারে অংশ নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।