হোম > ছাপা সংস্করণ

প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রতিবন্ধী গৃহকর্মীকে (২৫) ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক রজত ধরকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তের চাতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি দল।

র‍্যাব সূত্রে জানা গেছে, রজতের বাড়িতে ওই বাক্‌প্রতিবন্ধী তরুণী গৃহকর্মী হিসেবে নিয়োজিত ছিল। ধর্ষণের পর, সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে ধর্ষিতার বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সীমান্ত এলাকার চাতলাপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রজত ধরের বাড়িতে গৃহকর্মী হিসেবে ভুক্তভোগীর বাবা তাঁর বাক্‌প্রতিবন্ধী মেয়েকে কাজে দেন। গৃহকর্মী হিসেবে ভুক্তভোগী কাজে যোগদানের পর থেকে রজত ধর তাঁর প্রতি আকৃষ্ট হয়। পরবর্তীতে ভুক্তভোগীকে গত জুলাই মাস থেকে একাধিকবার ধর্ষণ করে। এরই পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বর মাস থেকে ভুক্তভোগী বাক্‌প্রতিবন্ধী কাজে যাওয়া বন্ধ করে দেয়। তাঁর শারীরিক অবস্থার পরিবর্তন হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করে সাত মাসের অন্তঃসত্ত্বা ধরা পরে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান রজত ধরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ