দীর্ঘ ২৩ মাস পর আবারও পথ নাটকে ফিরছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অন্যতম নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটার। তিন দিনব্যাপী পথ নাটক ‘আভাস’ নিয়ে আসছে সংগঠনটি।
গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সভাপতি আব্দুল বাছিত সাদাফ। তিনি জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদ্যাপনের অংশ হিসেবে শিল্পকলা একাডেমির আয়োজনে থিয়েটার অ্যাগেইনস্ট করোনা শীর্ষক কার্যক্রমের আওতায় দেশের ৩০০টি নাট্য, নৃত্য ও আবৃত্তি দলের অংশগ্রহণে স্বল্প ব্যয়ে, স্বল্প পরিসরে, বিকল্প স্থানে করোনার বিরুদ্ধে নতুন প্রযোজনা মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হয়।
এই উদ্যোগের সঙ্গে শামিল হয়ে দীর্ঘ বিরতির পর শাবিপ্রবির অন্যতম নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটার নিয়ে আসছে ৩১তম প্রযোজনা আভাস। নাটকটি রচনা করেন মোতাহের হোসেন সোহেল, নির্দেশনায় আছেন আব্দুল বাছিত সাদাফ।
তিনি আরও বলেন, মঙ্গলবার (আজ) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে নাটকটি মঞ্চস্থ হবে।