হোম > ছাপা সংস্করণ

টুঙ্গিপাড়ায় মুজিব জন্মশতবার্ষিকী উদ্‌যাপন কমিটি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুজিব জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরা।

গতকাল মঙ্গলবার দুপুরে কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্যরা জাতির পিতার সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন উপকমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পৃথকভাবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান সদ্য পদোন্নতি পাওয়া ছয়জন সচিব। এ সময় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) ড. অমিতাভ সরকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, ডাক ও টেলিযোগাযোগ সচিব খলিলুর রহমান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সচিব সোলেমান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ পরিদর্শন করেন মুজিব জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য ও পদোন্নতি পাওয়া সচিবেরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ