আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে জিল্লুর রহমান (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নে কানুপুর রেলগেট থেকে ৫০ মিটার উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান কানুপুর গ্রামের বাসিন্দা। তিনি কানে কম শোনেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।
কানুপুর রেলগেটের গেটকিপার আব্দুল মান্নান বলেন, জিল্লুর রহমান রেললাইনের এক পাশ থেকে অপর পাশে পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেন জিল্লুর রহমানকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।