প্রয়াত জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের কবর জিয়ারত করেছেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। গতকাল শুক্রবার মুসল্লিদের সঙ্গে নিয়ে এ জিয়ারতে অংশ নেন তিনি। এ সময় প্রয়াত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মরহুম মুনসুর আহমেদ এবং তাঁর সহধর্মিণী নুরজাহান বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
জিয়ারতের সময় সেখানে ছিলেন, মরহুম মুনসুর আহমেদের ভাইয়ের ছেলে ওলামা লীগের সাবেক সভাপতি মাস্টার শফিকুর রহমান (সেজো খোকন), আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, যুবলীগের সাধারণ সম্পাদক আবু রাসেলসহ আরও অনেকে।
সাইফুল ইসলাম জানান, জেলা আওয়ামী লীগের সভাপতির কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। আগামী ২৮ নভেম্বর শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।