কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হিজলীয়া প্রিমিয়ার লীগ (এইচপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া পূর্বপাড়া আবদুর রহিমের বাড়িসংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় জান্নাত সুপার কিংস ও লাবিব সুপার স্টার। এতে লাবিব সুপার স্টারকে ৩৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জান্নাত সুপার কিংস।
টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ। হিজলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থেকে খেলা উপভোগ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
সাবেক ইউপি সদস্য শাহ্ আলমের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরফরাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল মান্নান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, পাকুন্দিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস রায়হান উদ্দিন আকন্দ ও পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান প্রমুখ।