সিলেটের বাহুবল উপজেলায় প্রতিপক্ষের হামলায় শহীদ মিয়া নিহতের ঘটনার তিন দিনের মাথায় মামলার আসামি শেকুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার রোকনপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, আদিত্যপুর গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে শহিদ মিয়ার বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-ক্রোয়েশিয়ার মধ্যকার খেলা নিয়ে শহিদ মিয়ার ছেলে রোকন মিয়ার সঙ্গে রুবেল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। পরদিন শনিবার সকালে শহিদ মিয়া বাড়ির পাশে কচুবিল থেকে ধানের খড় মাথায় নিয়ে বাড়ি ফেরার পথে একা পেয়ে ফজর মিয়া, গেদু মিয়া, আব্দুল ওয়াহাবসহ কয়েকজন হামলা চালান। আহত শহিদ মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন রোববার শহিদ মিয়ার ভাই মাসুক মিয়া বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।