বরিশালের উজিরপুর থেকে ১০ মাস আগে চুরি হওয়া টিউবওয়েল বসানোর কাজে ব্যবহৃত উইনস মেশিন বাবুগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের বাসিন্দা ফারুক ঢালী উজিরপুর উপজেলার বরাকোঠা গ্রামের মাহফুজের কাছে চুক্তিপত্রের মাধ্যমে ১০–১১ মাস আগে ভাড়া দেন মেশিনটি। ভাড়া দেওয়ার কিছুদিন পরে মেশিনের মালিককে মাহফুজ ফোনে জানান মেশিনটি চুরি হয়ে গেছে।
দীর্ঘ ৯ মাস পরে গত ৭ ডিসেম্বর সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের শহিদুল ইসলামের নিজস্ব নসিমনের ড্রাইভার মো. শামিমের কাছ থেকে মেশিনটি উদ্ধার করেন স্থানীয়রা। তবে মেশিনটির রং পরিবর্তন করে ব্যবহার করার অভিযোগ করেন মেশিনের মালিক ফারুক ঢালী। পরে স্থানীয়রা উদ্ধার করা মেশিনটি রহমতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ প্রধানের জিম্মায় রাখেন।
এ ঘটনায় সালিসকারীরা মেশিনের মালিক ফারুক ঢালীকে ৬০ হাজার টাকা দিয়ে মেশিনটি নিতে বললে তিনি তাতে অস্বীকৃতি জানান। অবশেষে ফারুক ঢালী বিষয়টি বিমানবন্দর থানা-পুলিশকে জানান। গতকাল শনিবার দুপুরে বিমানবন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান ঘটনাস্থলে এসে মেশিনটি থানায় নিয়ে যান।
উপ-পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, বিমানবন্দর থানার ওসির নির্দেশনা অনুযায়ী মেশিনটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।