আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের ৫০০ অসহায় পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। এই পরিকল্পনা বাস্তবায়নে পূজা মণ্ডপ থেকে ৫৫০টি সেলাই মেশিন এবং ২ হাজার ৫০০ করে টাকা তুলে দেওয়া হবে।
গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সমবায় সমিতি ভবনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় সেলিম ওসমান এ ঘোষণা দেন।
সেলিম ওসমান বলেন, পূজা মণ্ডপ কমিটির সদস্যরা যাচাই বাছাই করে অসচ্ছল পরিবারের নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেবেন। এতে করে সেই পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে। সেলাই মেশিন বিতরণের ক্ষেত্রে কোনো প্রকার স্বজনপ্রীতি করা যাবে না।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে এ সাংসদ বলেন, নির্বাচন নিয়ে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবেন না। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন আমাদের তাঁদের পক্ষেই কাজ করতে হবে। আমি অন্য দলের হলেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর ভরসা রাখি।
সভায় পূজা উদ্যাপন পরিষদের জেলা সভাপতি দিপক কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপন সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, হিন্দু নেতা বাসুদেব চক্রবর্তী, অরুন দাস, উত্তম কুমার সাহা প্রমুখ।