হোম > ছাপা সংস্করণ

নিখোঁজ শাহ আলমের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থেকে নিখোঁজ শাহ আলম নামে এক ব্যক্তির অর্ধগলিত বস্তাবন্দী মরদেহ বাঁশখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুরোন ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবির বলেন, সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেছেন। কিছুদিন আগে তিনি চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন। ওই ঘটনায় কোতোয়ালিতে একটি জিডি হয়েছিল।

জানা যায়, শাহ আলম কুমিল্লার দাউদকান্দি থানার বালিয়াকান্দি এলাকার বাসিন্দা। নগরীতে তিনি ডবলমুরিং থানাধীন পশ্চিম ব্যাপারীপাড়া এলাকায় থাকতেন।

পুকুরিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল হক বলেন, ‘বস্তাবন্দী অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখে স্থানীয় বাসিন্দারা আমাকে ফোন করেন। এ ছাড়া ৯৯৯ ফোন করেন। পরে আমি বিষয়টি বাঁশখালী থানা–পুলিশকে অবহিত করি। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করতে পুলিশকে সহযোগিতা করি।’

বিকেলে শাহ আলমের মেয়ে আয়শা আক্তার কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, তাঁর বাবার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে বাঁশখালীতে নাকি একটি মরদেহ পাওয়া গেছে। পুলিশ আমাদের ফোন করে সেখানে যেতে বলেছে। আমরা সেখানে যাচ্ছি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ