নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের পাপের বোঝা অনেক ভারী। তাদের চলে যাওয়ার সময় হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি আরও বলেন, সাধারণত বাজারে জোগান কম এবং চাহিদা বেশি থাকলে দ্রব্যমূল্য বাড়ে। একমাত্র আওয়ামী লুটেরা সিন্ডিকেটের স্বার্থেই দাম বাড়ছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে জনগণ চুপ থাকবে না।